দিল্লি বিস্ফোরণে যোগ! এবার জোড়া এফআইআর আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে
প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠান নাকি ‘জেহাদি’ চিকিৎসকদের চারণভূমি! দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের রাডারে হরিয়ানার সেই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়কে আগেই সাসপেন্ড করেছিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ)। এবার শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। সূত্রের খবর, প্রথমটি প্রতারণা এবং দ্বিতীয়টি জালিয়াতির অভিযোগে।
ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার, বেশ কয়েকজন চিকিৎসকের গ্রেপ্তারি এবং তারপর দিল্লি বিস্ফোরণের সঙ্গেই জড়িয়ে যায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। সূত্রের খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। যদিও বিতর্কের মাঝে বুধবার মুখ খুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা সাফ জানিয়ে দিয়েছে, ধৃতদের সঙ্গে হাসপাতালের কোনও সম্পর্ক নেই। তাদের দাবি, ধৃতরা ওই হাসপাতালে কাজ করতেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।
কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর-উল-নবি এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। গত চার দিনে ৮ জনেরও বেশি চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সকলের সঙ্গেই কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছে এই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। তাতেই বাড়ছে সন্দেহ। তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরেই চলত ‘জঙ্গি মডিউল’? উঠেছে প্রশ্ন।