• মহিলাকে অশ্লীল প্রস্তাব ডেলিভারি বয়ের! অভিযুক্তকে বেধড়ক মার স্থানীয়দের
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: ডেলিভারি করতে এসে মহিলা গ্রাহককে অশ্লীল প্রস্তাব! যুবককে ধরে গণধোলাই উত্তেজিত জনতার। অভিযুক্ত যুবকের নাম ইমতিয়াজ লস্কর। সে একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কর্মরত। ইতিমধ্যে সমাজমাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরে নির্যাতিতা মহিলা। এরপরেই সমাজমাধ্যমজুড়ে নিন্দার ঝড়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

    শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ডানকুনি এলাকায়। জানা যায়, একটি অনলাইন ডেলিভারি সংস্থা থেকে বেশকিছু জিনিস অর্ডার দিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, অভিযুক্ত ইমতিয়াজ ওই অনলাইন সংস্থার হয়ে ডেলিভারি করতে আসেন। ডেলিভারি করে ফিরে যাওয়ার সময় বছর ১৮ এর ওই যুবক মহিলা গ্রাহককে অশ্লীল প্রস্তাব দেয় বলে অভিযোগ। এমনকী অশালীন ইঙ্গিত করে বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানালে দ্রুত এলাকা থেকে চম্পট দেয় সে। ঘটনার পরেই সমাজমাধ্যমে গোটা ঘটনা তুলে ধরেন ওই মহিলা।

    জানা যায়, ঘটনার পরেই অভিযুক্ত যুবকের নাম এবং ফোন নম্বর জোগার করে তাঁকে ডাকা হয়। শেষমেষ ওই যুবক মহিলার বাড়ির সামনে আসলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই করে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সমাজমাধ্যমে ওই মহিলা জানিয়েছেন, ওই অনলাইন সংস্থা ডেলিভারি বয়ের নাম ইমতিয়াজ লস্কর। বাড়ি চন্ডীতলা থানা এলাকার গোবরা অঞ্চলে। সমাজ মাধ্যমে এই ঘটনা মহিলা পোস্ট করার পর নেটিজনদের মধ্যে নিন্দার ঝড়।
  • Link to this news (প্রতিদিন)