বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমে গুয়াহাটির এক স্থানীয় সংবাদ মাধ্যমের ভবনেই আত্মঘাতী তরুণ সঞ্চালিকা। নাম ঋতুমণি রায়। ৫ ডিসেম্বর তাঁর বিয়ে হওয়ার কথা। পরিবারের সদস্যরা সরকারি আবাসনে থাকলেও ঋতুমণি আলাদা বাড়িতে ভাড়া থাকতেন। রবিবার রাত ১২টা নাগাদ ভাড়াবাড়ি থেকে অফিসে যান তিনি। সেখানেই আত্মহত্যা করেন ঋতুমণি। সোমবার সকালে ঋতুমণিকে ফোনে না পেয়ে তাঁর হবু বর প্রথমে ভাড়াবাড়িতে এবং পরে অফিসে যান। ভিতরে ঢুকতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।দেহের পাশে একটি সুইসাইড নোট মিলেছে। তাতে লেখা, ‘এই সিদ্ধান্ত সকলের সুখের জন্য। আমার মৃত্যুর পর সকলে ভালো থেকো।’