• অষ্টম শ্রেণির ছাত্রীকে ‘গণধর্ষণ’, অন্য কিশোরীর ‘নগ্ন’ ভিডিও মোবাইলবন্দি! নরেন্দ্রপুরে ধৃত ৬
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। অন্যজনের নগ্ন ভিডিও মোবাইলে রেকর্ড! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজ, বুধবার ধৃতদের আদালতে তোলা হয়েছে বলে খবর। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ২০ নভেম্বরের। নরেন্দ্রপুর এলাকাতেই বাড়ি অষ্টম শ্রেণির দুই ছাত্রীর। ওই দিন বাড়ি থেকে ঘুগনি খাওয়ার জন্য বেরিয়েছিল তারা। পথে তাদের সঙ্গে দুই যুবকের দেখা হয়েছিল। ওই যুবক ছাত্রীদের পূর্ব পরিচিত বলেই প্রাথমিক অনুমান। ঘুরতে যাওয়ার নাম করে দুটি বাইকে করে দুই কিশোরীকে বসিয়েছিল তারা। অভিযোগ, প্রথমে সাহাপাড়া এলাকার একটি বন্ধুর গ্যারাজে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখানে হাজির হয় আরও এক যুবক। ওই নাবালিকাকে তারা একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে আরও এক যুবক গিয়েছিল বলে খবর।

    ওই ফাঁকা বাড়ি থেকে ছাত্রীদের নিয়ে ওই যুবকরা একটি ভাড়াবাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই এক কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অন্য কিশোরী শারীরিকভাবে অসুস্থ ছিল বলে খবর। ওই ছাত্রীকে নগ্ন করানো হয় বলে অভিযোগ। মোবাইল ফোনে সেই ভিডিও রেকর্ড করা হয়! ঘটনার কথা কাউকে কিছু বললে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে, তাদের সঙ্গে ফল খারাপ হবে, এমনই ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। কোনওরকমে ওই দুই ছাত্রী নিজেদের বাড়িতে ফিরে যায়। পরে পরিবারের সদস্যদের সব কথা জানানো হয়।

    ঘটনার কথা শুনে শিউড়ে ওঠেন অভিভাবকরা। নরেন্দ্রপুর থানায় ওই যুবকদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দ্রুত তদন্ত শুরু করেন তদন্তকারীরা। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। পুলিশ একে একে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে বলে খবর। এদিন ধৃতদের আদালতে তোলা হয়েছে বলে খবর। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)