• চোখে ‘ধ্বংসের স্বপ্ন’ নিয়েই মুজাম্মিল-শাহিনের বিয়ে, সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য
    এই সময় | ২৭ নভেম্বর ২০২৫
  • সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের শলা-পরামর্শের মাঝে শুধু হৃদয় বিনিময় নয়, ফুটেছিল বিয়ের ফুলও। লালকেল্লা বিস্ফোরণে অভিযুক্ত চিকিৎসক মুজাম্মিল ও শাহিন শাহিদ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ডক্টর টেরর মডিউল-এর দুই প্রধান সদস্যের সম্পর্ক নিয়ে জেরায় নয়া তথ্য ফাঁস করেছেন খোদ ডাঃ মুজাম্মিল। তার দাবি, শাহিদ তার বান্ধবী নয়, স্ত্রী।

    প্রাথমিক তদন্তে মনে করা হয়েছিল, জৈশের মহিলা শাখার ‘ইন্ডিয়া চিফ’ শাহিন ডাঃ মুজাম্মিলের বান্ধবী। কিন্তু জেরায় অভিযুক্ত মুজাম্মিল জানিয়েছে, শাহিনের সঙ্গে সদ্যই নিকাহ হয়েছে তার। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জেরার সময় মুজাম্মিল দাবি করেছে, আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের কাছে একটি মসজিদে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিয়ে করে তারা দু’জন। শরিয়া আইন অনুসারে ৬ হাজার টাকা মোহরে বিয়ে পাকা হয়েছিল।

    উল্লেখ্য, এটি শাহিনের দ্বিতীয় বিয়ে। এর আগে এক চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে নিকাহ হয়েছিল তার। ২০১২ সালে ডিভোর্স হয়ে যায় তাদের।

    তদন্তকারীদের দাবি, মামলার ক্ষেত্রে শাহিন ও মুজাম্মিলের নিকাহ-এর তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিকাহ-এর পর বিপুল পরিমাণ টাকা মুজাম্মিলকে দেয় শাহিন। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে মুজাম্মিলকে অস্ত্র কেনার জন্য ৬.৫ লাখ টাকা দিয়েছিল এই মহিলা চিকিৎসক। লেনদেনের নথি বলছে, শাহিন জইশ-ই-মহম্মদের এই মডিউলকে অস্ত্র এবং বিস্ফোরক কেনার জন্য ২৭ লাখ থেকে ২৮ লাখ টাকা সরবরাহ করেছিল।

    লালকেল্লা বিস্ফোরণের বেশ কয়েক ঘণ্টা আগে ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হয় মুজাম্মিলের ঘর ও শাহিনের গাড়ি থেকে। তদন্তে এগোতে বেরোয় কেঁচো খুঁড়তে কেউটে। তদন্তকারীদের দাবি, দিল্লি বিস্ফোরণের পিছনে রয়েছে হোয়াইট কলার মডিউল। সেই মডিউলের সদস্য এই দুই চিকিৎসকই। মুজাম্মিল ও শাহিন দু’জনেই আল ফালাহ মেডিক্যালে সঙ্গে যুক্ত ছিল।

    ফরিদাবাদ ও দিল্লির তদন্তে প্রথমে উঠে আসে জৈশ-ই-মহম্মদের নাম, তার পরে সন্ধান পাওয়া যায় ‘ডক্টর্স মডিউল’-এর। তদন্ত একটু এগোতেই বোঝা যায়, ‘ডক্টর্স মডিউল’ হলো জৈশের মহিলা বাহিনী ‘জামাত-উল-মোমিনাত’-এর প্রথম নাশকতা ‘অপারেশন হমদর্দ’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তদন্তে প্রকাশ, সেই সংগঠনের ‘ইন্ডিয়া চিফ’ হিসেবে পুরো অপারেশনের দায়িত্বে ছিলেন ধৃত শাহিন।

  • Link to this news (এই সময়)