• Breaking News Live: IndiGo ফ্লাইটের পরিষেবায় বিলম্ব আজও? দিল্লি এয়ারপোর্ট সতর্ক করল যাত্রীদের
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে সোমবার সকাল থেকে। সূত্রের খবর, থাইল্যান্ডের সেনাবাহিনীর উপর আচমকা হামলা চালায় কম্বোডিয়ার সেনারা। তাতে থাইল্যান্ডের এক সেনা নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন চার জন। থাইল্যান্ড সেনার মুখপাত্র উইনথাই সুভারি অভিযোগ করেছেন, উবন রাচাথানি প্রদেশে তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মালি সোচেয়াতা পাল্টা অভিযোগ জানান, হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনীই। কিন্তু কম্বোডিয়া পাল্টা আক্রমণ করেনি।

    এখনও IndiGo পরিষেবা নিয়ে অসন্তোষ যাত্রীদের। সময়ের চেয়ে দেরিতে চলছে ফ্লাইট। যাত্রীদের ফ্লাইট টাইম চেক করে এয়ারপোর্টে আসার অনুরোধ বিমানবন্দর কর্তৃপক্ষের।

  • Link to this news (এই সময়)