কলেজ ছাত্রীকে ২ মাস ধরে গণধর্ষণ, বেঙ্গালুরুতে ধৃত ৩
বর্তমান | ১৯ ডিসেম্বর ২০২৫
বেঙ্গালুরু: দু’ মাস ধরে বছর উনিশের কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেল ও গণধর্ষণ। এমনই অভিযোগে দুই কলেজ পড়ুয়া সহ তিনজনকে গ্রেফতার করল বেঙ্গালুরু দক্ষিণ জেলার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কর্ণাটকের মাগাদি শহরে চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ওই তরুণীর উপর নির্যাতন চালানো হয়। জানা যাচ্ছে, ধৃতদের নাম বিকাশ, প্রশান্ত ও চেতন। তারাও মাগাদির বাসিন্দা।
কলেজ পড়ুয়া বিকাশের সঙ্গে ৬-৭ মাস আগে পরিচয় হয় নির্যাতিতার। তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়ে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে সহবাস করে বিকাশ। তাঁর সম্মতি ছাড়াই ঘনিষ্ঠ দৃশ্য রেকর্ড করে রাখে। সেই ফুটেজ অন্য ২ অভিযুক্তর সঙ্গেও শেয়ার করে বিকাশ। এরপর চলে লাগাতার ব্ল্যাকমেলিং। বাকি দুই শাগরেদের সঙ্গে মিলে বিকাশ লাগাগার ওই তরুণীর যৌন নিগ্রহ করে বলে অভিযোগ।
অত্যাচার সহ্য করতে না পেরে নির্যাতিতা শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। গত বুধবার অভিযোগ দায়ের করেন তিনি। সেদিনই গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। এসপি শ্রীনিবাস গৌড়া জানিয়েছেন, ‘তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২ জন কলেজ পড়ুয়া ও একজন কর্মরত।’