• অন্ধ ভারত বিরোধিতা করে বাংলাদেশকে খাদে নিয়ে যাচ্ছে ইউনুস সরকার: হাসিনা
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউনুস সরকার সর্বনাশা নীতি গ্রহণ করে ভারতের বিরুদ্ধে লাগাতার উসকানি দিচ্ছে। আর এর মাধ্যমে বাংলাদেশকে অন্ধকার খাদের দিকে নিয়ে যাচ্ছে। ভারত হল বাংলাদেশের প্রকৃত বন্ধু। বাংলাদেশ সবরকমভাবেই ভারতের উপর নির্ভরশীল। বা঩ণিজ্য, যোগাযোগ এবং শান্তি। সেই ভারতকে শিলিগুড়ি করিডর নিয়ে হুমকি দেওয়া বিপজ্জনক। দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য‌ ক঩রেছেন। বলেছেন, আমরা ক্ষমতায় ফিরে ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী  শান্তি ও মৈত্রীচুক্তি করব। হাসিনার কথায়, ভারতের বিরুদ্ধে এই শত্রু মনোভাবাপন্ন প্রোজেক্ট নিয়েছে উগ্রপন্থীদের একাংশ। তাদের চালিত করছে ইউনুস সরকার। সেই কারণেই বাংলাদেশে আইনশৃঙ্খলা নেই। এই উগ্রপন্থী অংশই ভারতের হাইকমিশনে পদযাত্রা করে হামলার চেষ্টা করেছে। আমাকে দেশ থেকে তাড়িয়ে জেল থেকে তাবৎ জঙ্গি ও অপরাধীদের মুক্তি দিয়েছে ইউনুস সরকার। হাসিনা বলেছেন, যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, সেটি সম্পূর্ণ অবৈধ। কারণ আওয়ামি লিগ ছাড়া বাংলাদেশে যে কোনও নির্বাচনই বৈধ নয়। ওই মিথ্যা নির্বাচনের মাধ্যমে আসলে কোনও এক পুতুল সরকারের অভিষেক ঘটবে। যে দল ন’ বার ভোটে জয়ী হয়েছে, তারাই নিষিদ্ধ। হাসিনা মনে করিয়ে দিয়েছেন, যখনই বাংলাদেশের কোনও একটি জনপ্রিয় দলের সমর্থকরা তাদের পছন্দের মানুষকে ভোট দেওয়ার সুযোগ পায় না, তখন তারা ভোট দিতেই যায় না। ঐতিহাসিকভাবে এই প্রবণতা দেখা গিয়েছে। শেখ হাসিনা ভারত নীতির প্রশ্নে সম্পূর্ণ ইউনুস সরকারের বিপরীত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ভারতকে পাশে না পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উন্নত বাংলাদেশ থাকতেই পারবে না। ব্যক্তিগতভাবে তিনি ভারতের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমাকে তারা যে আতিথ্য দিয়েছে, সেটা দীর্ঘকালীন মৈত্রীর প্রতিফলন। তিনি এদিন জানিয়েছেন, যেদিনই বাংলাদেশে স্বাধীন বিচারবিভাগ আসবে এবং বৈধ সরকার নির্বাচিত হবে, সেদিনই আমি আনন্দের সঙ্গে ফিরে যাব বাংলাদেশে। তিনি বলেছেন, ইউনূস সরকার নিজের দেশের হিন্দুদের রক্ষা করতে পারছে না। আর সব ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতে লাগাতার ভারত বিরোধিতাকেই হাতিয়ার করেছে। এই সময়টাকে অন্তর্বর্তী এক সময়কাল আখ্যা দিয়েছেন হাসিনা। বলেছেন, বাংলাদেশ যখন অবাধে ভোট দিতে পারবে, সেদিন ঩বিদেশ নীতিও সম্পূর্ণ পালটে  যাবে। ইউনুস সরকারকে কেউ নির্বাচিত করেনি। নিজেরাই নিজেদের নির্বাচিত করেছে। তাই এই সরকারের মূল্যই নেই আন্তর্জাতিক দুনিয়ার কাছে। 
  • Link to this news (বর্তমান)