• গাড়িতে গণধর্ষণ তরুণী ম্যানেজারকে, আটক আইটি সংস্থার কর্তা সহ ৩ জন
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • উদয়পুর: গভীর রাতে পার্টি সেরে ফিরছিলেন। মাঝরাস্তায় যৌন নির্যাতনের শিকার রাজস্থানের উদয়পুরের আইটি সংস্থার ম্যানেজার। অভিযোগ, চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে ওই সংস্থার সিইও সহ আরও দুজনকে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ জন্মদিনের পার্টিতে পৌঁছন নির্যাতিতা। গভীর রাত অবধি চলে পার্টি। তরুণী সহ পার্টিতে উপস্থিত প্রায় সকলেই মদ্যপান করেন। রাত ১:৩০টা নাগাদ অসুস্থ বোধ করায় বাড়ি ফিরতে চান নির্যাতিতা। সাহায্যের জন্য এগিয়ে আসেন এক মহিলা সহকর্মী। ফেরার গাড়িতে ওঠার সময় নির্যাতিতা দেখে, সেখানে আগে থেকেই আরও দুজন রয়েছে। তরুণীর দাবি, তাঁদের মধ্যে একজন সংস্থার সিইও।অন্যজন ওই মহিলা সহকর্মীর স্বামী  প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল। পথে একবার সিগারেট কেনার জন্য গাড়ি দাঁড় করানো হয়। বাকিদের সঙ্গে মিলে নির্যাতিতাও ধূমপান করেন। এরপরই অচেতন হয়ে পড়েন তিনি। রাতে কী ঘটেছে টের পাননি। সকালে বুঝতে পারেন তাঁকে ধর্ষণ করা হয়েছে। থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মহিলা। রাতে তাঁর সঙ্গে গাড়িতে থাকা তিনজনের বিরুদ্ধেই অভিযোগ আনেন তিনি। ইতিমধ্যেই অভিযুক্ত সিইও এবং বাকি দুজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল জানিয়েছেন, তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে।
  • Link to this news (বর্তমান)