• ‘আমাকে ক্ষমা করে দিও’, হস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে ‘আত্মঘাতী’ আইআইটির ছাত্র
    প্রতিদিন | ৩০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের ঘর থেকে উদ্ধার হল কানপুর আইআইটির এক পড়ুয়ার ঝুলন্ত দেহ! পুলিশ অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে ছাত্রের পরিবারকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘর থেকে কোনও সুসাইড নোট উদ্ধার না হলেও যুবক তাঁর একটি খাতায় লিখে গিয়েছেন, ‘আমাকে ক্ষমা করে দিও।’

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জয় সিং মীনা। বছর ছাব্বিশের ওই যুবক রাজস্থানের আজমীরের বাসিন্দা। আইআইটি কানপুরের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। জানা গিয়েছে, মীনা আরও এক পড়ুয়ার সঙ্গে হস্টেলের ঘরে বাস করতেন। তবে শীতের ছুটিতে ওই পড়ুয়া বাড়ি গিয়েছিলেন। ফলে একাই থাকছিলেন মীনা। অভিযোগ, গত শনিবার সকাল থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। একাধিকবার ডাকাডাকি সত্ত্বেও তিনি কোনও সাড়া দেননি বলে অভিযোগ। এরপর বাধ্য হয়ে পুলিশে খবর দেয় হস্টেল কর্তৃপক্ষ। পুলিশ এসে দরজা ভেঙে মীনার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলায় ফাঁস দেওয়ার আগে মীনা হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল না হলে তিনি গলায় ফাঁস দেন। মীনার দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা একটি ছুরি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)