• বাগদান সারলেন প্রিয়াঙ্কার পুত্র রায়হান ওয়াধেরা
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: সাত বছরের প্রেম। দীর্ঘদিনের প্রেমিকা আবিবা বেগের সঙ্গে বাগদান সারলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা ও রবার্ট ওয়াধেরার পুত্র রায়হান ওয়াধেরা। সূত্রে খবর, সোমবার দুই পরিবারের উপস্থিতিতে আবিবাকে প্রস্তাব দেন রায়হান। সেই প্রস্তাবে সম্মতি দেন আবিবাও। তারপর দু’জনের বাগদান সম্পন্ন হয়। আজ বুধবার রাজস্থানের রণথম্ভোরে বড়ো করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাস কয়েকের মধ্যেই বিয়ে করতে চলেছেন তাঁরা। তবে বিয়ের দিন নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

    আবিবা ও তাঁর পরিবার দিল্লিতেই থাকেন। দীর্ঘদিন ধরেই গান্ধী পরিবারের সঙ্গে বেগ পরিবারের সম্পর্ক রয়েছে। আবিবার বাবা ইমরান বেগ একজন ব্যবসায়ী। মা নন্দিতা বেগ পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। প্রিয়াঙ্কা ও নন্দিতা বহু পুরোনো বন্ধু। কংগ্রেসের হেড কোয়ার্টার ইন্দিরা ভবনের ইন্টিরিয়রের কাজেও প্রিয়াঙ্কাকে সাহায্য করেছেন নন্দিতা। সেইসূত্রে ছোটোবেলা থেকে রায়হান ও আবিবার আলাপ। পরে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রায়হান একজন ভিস্যুয়াল আর্টিস্ট ও ফোটোগ্রাফার। আবিবা মায়ের মতোই ইন্টিরিয়র ডিজাইনার।

    মঙ্গলবার রাহুল, প্রিয়াঙ্কা সহ গান্ধী পরিবারের বাকিরা রণথম্ভোরে পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছেন বেগ পরিবারের লোকজনও। বাগদানের অনুষ্ঠানের পাশাপাশি নতুন বছর উদযাপন সহ একাধিক অনুষ্ঠান রয়েছে। রণথম্ভোরের শের বাগ হোটেলে উঠেছেন সকলে। থাকবেন ২ জানুয়ারি পর্যন্ত। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)