শাহরুখ খান ‘বিশ্বাসঘাতক’! মুস্তাফিজুরকে কেকেআর নেওয়ায় তোপ বিজেপি নেতার
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
লখনউ: বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর টিমে নেওয়ার জন্য ফের তোপের মুখে শাহরুখ খান। বুধবার তাঁর নাম না করে সমালোচনায় সরব হয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুর। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক সংগীত সোম অবশ্য সরাসরি বলেছেন, শাহরুখ খান ‘বিশ্বাসঘাতক’! ২০২৬-এর আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুরকে নিয়েছে কেকেআর। বাংলাদেশে নতুন করে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতেই বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েছেন শাহরুখ।
মীরাটে এক অনুষ্ঠানে সংগীত বলেন, ‘একদিকে বাংলাদেশি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। অন্যদিকে শাহরুখ খানের মতো বিশ্বাসঘাতকরা ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছেন। এই খেলোয়াড়দের (মুস্তাফিজুর) এখানে খেলতে দেওয়া হবে না। বিশ্বাসঘাতকদের দেশে থাকার অধিকার নেই।’ প্রাক্তন বিজেপি বিধায়কের এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মুস্তাফিজুর কেন, বাংলাদেশের কোনও খেলোয়াড়ের বিরুদ্ধেই এখনও নিষেধাজ্ঞা জারি করেনি ভারত সরকার বা বিসিসিআই। উত্তরপ্রদেশের মন্ত্রী তথা এনডিএ নেতা ওমপ্রকাশ রাজভরের মন্তব্য, চর্চায় থাকতেই এই কথা বলেছেন সংগীত। কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতের মন্তব্য, ‘মুসলিম বলেই আক্রমণ করা হয়েছে শাহরুখ খানকে।’