ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করেছে আমেরিকান সেনা। তুলে নিয়ে গিয়েছে নিউ ইয়র্কে। এই পরিস্থিতিতে ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন দেলসি রদ্রিগেজ়। আপাতত তিনিই দেশের দায়িত্ব সামলাবেন।
ভেনেজ়ুয়েলায় আমেরিকার সেনা অভিযানের সঙ্গে ব্রিটেন কোনও ভাবেই জড়িত নয় বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তিনি বলেন, ‘এখন একটাই কাজ, সমস্ত তথ্য খতিয়ে দেখা। কারণ অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে।’ একই সঙ্গে ভেনেজ়ুয়েলায় থাকা ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
বছরের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। রবিবার সকালে হালকা কুয়াশা ছিল। তবে বেলা গড়ালেই ঝকঝকে রোদ উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে।