• আমেরিকার হাতে আটক সস্ত্রীক মাদুরো, ‘আলোচনার মাধ্যমে মেটান’, উদ্বেগ প্রকাশ ভারত সরকারের
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • রাতের অন্ধকারে হামলা চালিয়ে ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকান সেনা। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। রবিবার কেন্দ্রের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা উচিত। তবে সেখানে আমেরিকার নাম নেয়নি কেন্দ্র সরকার।

    এ দিন সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পোস্ট করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে লেখা, ‘ভেনেজ়ুয়েলার সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। পরিবর্তিত পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত সরকার।’

    এর পর আমেরিকার নাম না নিয়ে সকল পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানায় কেন্দ্রীয় সরকার। বিবৃতিতে লেখা হয়েছে, ‘সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাই, যাতে ভেনেজ়ুয়েলার শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে।’

    ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাসে বহু ভারতীয় রয়েছেন। তাঁদের সঙ্গেও কেন্দ্রীয় সরকার যোগাযোগ রেখে চলছে বলে জানিয়ে বিবৃতিতে লেখা হয়েছে, ‘কারাকাসে যে সব ভারতীয় নাগরিক রয়েছেন তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দূতাবাস। প্রয়োজন অনুযায়ী সব রকমের সাহায্য করা হবে।’

    উল্লেখ্য, কারাকাস থেকে আমেরিকায় মাদক পাচার হচ্ছে বলে অভিযোগ তুলে শনিবার ভোর রাতে হামলা করে আমেরিকা। শুরু হয় বিশেষ সেনা অভিযান। কারাকাসে প্রেসিডেন্টের প্রাসাদ থেকে মাদুরো এবং তাঁর স্ত্রীকে তুলে নিয়ে চলে যায় আমেরিকান সেনা। মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নারকো-সন্ত্রাসবাদে জড়িত থাকা এবং আমেরিকার বিরুদ্ধে ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছে ট্রাম্প সরকার।

  • Link to this news (এই সময়)