• ২৬ জানুয়ারি একাধিক শহরে হামলার ছক, মেডিকেল মডিউলের সঙ্গে জোট বাংলাদেশ ও খালিস্তানি জঙ্গিদের!
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সবেমাত্র হরিয়ানার আল ফালহা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির  বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেই চার্জশিটে বিস্ফোরক দাবি করে বলা হয়েছে, আল ফালহা বিশ্ববিদ্যালয়ে অনেক ডাক্তার আছে যাদের কোনো রেজিস্ট্রেশনই নেই। ভুয়ো ডাক্তারদের এখানে আনা হয়েছে কেন? কারণ, একটি জঙ্গি মডিউল গড়ে তোলা। সুতরাং আরও তথাকথিত ডাক্তার আছেন, যারা আসলে ডাক্তার নন। কিন্তু সেজে রয়েছেন। এমতাবস্থায় ২৬ জানুয়ারি উপস্থিত। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আসছে, এই মেডিকেল মডিউল সাধারণতন্ত্র দিবসকে টার্গেট করেছিল। পাশাপাশি এখন আবার বাংলাদেশ থেকে তৈরি হওয়া নতুন জঙ্গি সেল এবং খালিস্তানি সংগঠনের যৌথ পরিকল্পনায় ওই দিনকেই নিশানা করা হয়েছে। দিল্লি তো ব঩টেই, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মুম্বইয়েও সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, এই রাজ্যগুলিতে আল ফালহা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল মডিউল গোষ্ঠীর সদস্যদের সন্ধান আগেই পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্দেহ হচ্ছে, নির্দিষ্ট কোনও সংগঠনই যে চক্রান্ত করছে এমন নয়। বেশ কিছু গোষ্ঠী একজোট হয়েছে। অর্থাৎ যে যেমন সুযোগ পাবে, সেভাবেই আঘাত হানবে। ১০ দিন আগে থেকেই তাই প্রবল তল্লাশি ও সতর্কতা অভিযান শুরু হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীর সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে। বাইরে থেকে আগত গাড়ি, বাস, ট্রেনে চলছে তল্লাশি। একসঙ্গে একাধিক শহরে হামলা হতে পারে বলেও আশঙ্কা করছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই কারণেই প্রতিটি রাজ্যকে আগামী ১০ দিন ধরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করতে বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)