• এবার কর্ণাটকের ডিজিপির আপত্তিকর ভিডিয়ো ফাঁস!
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • বেঙ্গালুরু: আরও বিপাকে কর্ণাটকের ডিজিপি ডঃ রামচন্দ্র রাও। সোনা পাচারে যুক্ত থাকার অভিযোগে জেলবন্দি রয়েছেন তার মেয়ে রান্যা। এবার ফাঁস হল পুলিশকর্তার আপত্তিকর ভিডিয়ো। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, উর্দি পরিহিত অবস্থাতেই এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন রামচন্দ্র। ডিজিপি অফিসের অন্দরের এই গোপন রেকর্ডিং প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।জানা যাচ্ছে, প্রায়ই ডিজিপি অফিসে আসতেন ওই মহিলা। অফিসের কাজের সময়েই দু’জনকে একাধিকবার ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। ৪৭ সেকেন্ডের এই ভিডিয়োটি আদতে একাধিক ক্লিপিংস জুড়ে তৈরি করা হয়েছে।  যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে রামচন্দ্র বলেছেন, ‘প্রযুক্তি ব্যবহার করে ওই ভুয়ো ভিডিয়ো তৈরি করা হয়েছে।’ ঘটনায় রীতিমতো বিপাকে পড়েছে রাজ্যের সিদ্ধারামাইয়া সরকার। পুলিশ দপ্তরের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল, সে সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তে দোষী প্রমাণিত হলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই পুলিশকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে।
  • Link to this news (বর্তমান)