• Breaking News Live: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৬
  • তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার মানালুপেট্টাই এলাকায় থেনপেন্নাই নদী উৎসবে দুর্ঘটনা। হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত এক। জখম ১৮। পুলিশ জানায়, সোমবার রাতে অস্থায়ী ছাউনি দেওয়া একটি স্টলে বেলুনে গ্যাস ভরার সময়ে আচমকা বিস্ফোরণ হয়। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.১।

    অক্ষয় কুমারের গাড়ির কনভয়ের দুর্ঘটনা। সে সময়ে গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী টুইঙ্কলও। দুজনেই সুরক্ষিত আছেন।

    মঙ্গলবার সকাল থেকে কেরালার ২১টি জায়গায় ম্যারাথন অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোনা পাচার মামলার সঙ্গে যোগে চলছে এই তল্লাশি। উণ্ণিকৃষ্ণন পোট্টির বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)