• মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৬
  • প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: বাংলায় ফের গণধর্ষণের শিকার এক মানসিক ভারসাম্যহীন যুবতী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ফালাকাটা থানার অন্তর্গত দক্ষিণ পারঙ্গের পাড় এলাকায়। ধর্ষণের অভিযোগে এলাকার বাসিন্দা বিপ্লব নাথ ও এক নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    জানা গেছে, ওই গ্রামে ২৫ বছর বয়সি এক মানসিক ভারসাম্যহীন যুবতী একটি ভাঙা ঘরে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে অভিযুক্ত বিপ্লব নাথ ও তাঁর তার আরও তিন সঙ্গী মত্ত অবস্থায় ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের সময় অভিযুক্তরা একে অপরের ভিডিও ক্যামেরাবন্দি করে রাখেন। 

    পরবর্তী সময়ে অভিযুক্ত বিপ্লব নাথ গ্রামের অন্যান্যদের সেই ভিডিও দেখিয়ে 'বাহবা' অর্জন করার চেষ্টা করেন। সেই সময় গ্রামের বাসিন্দারাই অভিযুক্ত বিপ্লব নাথ ও তাঁর নাবালক সঙ্গীকে আটক করে পুলিশে খবর দেন। গভীর রাতে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

    অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ঘটনায় আরও দু'জন অভিযুক্ত জড়িত রয়েছেন। রাতেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করে। শনিবার পুলিশ অভিযুক্ত বিপ্লব নাথকে গণধর্ষণের মামলায় আলিপুরদুয়ার জেলা আদালত এবং নাবালককে জলপাইগুড়ি জ্যুভেনাইল আদালতে পেশ করে। 

    ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেই বিষয়ে তদন্তের স্বার্থে অভিযুক্ত বিপ্লবকে পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন জানায়। আলিপুরদুয়ার আদালতের বিচারক অভিযুক্ত বিপ্লবকে তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণ এবং সেই ঘটনায় ক্যামেরাবন্দি করার ঘটনায় তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে জেলা জুড়ে।
  • Link to this news (আজকাল)