• আয়কর হানার পরেই চরম সিদ্ধান্ত! নিজেকে গুলি করে আত্মঘাতী ‘কনফিডেন্ট’ গ্রুপের কর্ণধার
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৬
  • বাণিজ্য জগতে নক্ষত্রপতন। নিজেকে গুলি করে আত্মহত্যা করলেন বিখ্যাত রিয়েল এস্টেট সংস্থা ‘কনফিডেন্ট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান সিজে রয়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। বেঙ্গালুরুর রিচমন্ড রোডে তাঁর অফিস থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আয়কর দফতরের হানার পরে মানসিক চাপ সহ্য করতে না পেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কেরালা-ভিত্তিক এই রিয়েল এস্টেট সংস্থার রিচমন্ড রোডের ওই অফিসেই হানা দিয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগেই এই তল্লাশি অভিযান চলে। তল্লাশি অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। অফিসের কর্মীরা জানিয়েছেন, হঠাৎই সিজে রয়ের ঘর থেকে গুলির শব্দ পাওয়া যায়। তাঁরা ছুটে গিয়ে দেখেন, রক্তে ভেসে যাচ্ছে তাঁর দেহ।

    পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে নারাজ। তারা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। তবে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ আত্মহত্যার দিকেই ইঙ্গিত করছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতির এই আকস্মিক মৃত্যুতে কেরল ও কর্নাটকের শিল্পমহলে শোকের ছায়া নেমে এসেছে।

  • Link to this news (এই সময়)