• AAP: কেজরিওয়ালকে গ্রেপ্তারের আশঙ্কা, জরুরি বৈঠক আপ নেতাদের
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: আবগারী দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন মণীশ শিশোদিয়া।

    এবার দুর্নীতি মামলায় তলব করা হয়েছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। তলবে সাড়া দিয়ে রবিবার সকালে সিবিআই দপ্তরে পৌঁছে যান দিল্লির মুখ্যমন্ত্রী। হাজিরার ঠিক আগেই সাংবাদিক বৈঠক করে গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তিনি বলেছিলেন গেরুয়া শিবির নির্দেশ দিলে সিবিআই তাঁকেও গ্রেপ্তার করতে পারে। 

    কেজরিওয়ালের গ্রেপ্তারির আশঙ্কায় আজ জরুরি বৈঠকে বসেন আপ নেতারা। পঙ্কজ গুপ্তা, শেলি ওবেরয়, আলি ইকবাল সহ একাধিক প্রথম সারির নেতা বৈঠকে বসেছিলেন বলেই খবর সূত্রের। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তারির আশঙ্কায় আপ নেতা গোপাল রায় রবিবার বিকেল ৫ টায় এই জরুরি মিটিং ডেকেছিলেন। অন্যদিকে, আজ কেজরিওয়াল সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার পরেই আপের নেতারা সিবিআই দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান। ভগবন্ত মান, রাঘব চাড্ডা সহ একাধিক বিক্ষোভকারী নেতাদের আজ আটক করেছিল পুলিশ।
  • Link to this news (আজকাল)