• Jibankrishna Saha: খোঁজ জীবনকৃষ্ণের দ্বিতীয় মোবাইলের, পুকুরে নামল জেসিবি
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি।

    জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক ব্যাক্তির নাম। শুক্রবার বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বাড়ি থেকে বেশকিছু নথি  উদ্ধার হলেও, অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় নিজের দুটি মোবাইল ফোন বাড়ি সংলগ্ন পুকুরে ছুঁড়ে ফেলেন বিধায়ক।

    সন্দেহের সূত্রপাত সেখানেই। জিজ্ঞাসাবাদের সময় মোবাইল ছুঁড়ে ফেলায় মনে করা হয় ওই ফোনেই আছে তথ্য। শুরু হয় তল্লাশি। এমনকি ওই পুকুরের জল ছেঁচে ফেলা হয়। রবিবার ভোরে একটি ফোন উদ্ধার করা হলেও এখনও অন্য একটি ফোন খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, মোবাইলের খোঁজে রবিবার বিকেলে আনা হয়েছে জেসিবি। সেই জেসিবি দিয়েই পুকুরের মাটি কাটার কাজ চলছে।
  • Link to this news (আজকাল)