• Mamata Banerjee: আতিক-হত্যা প্রসঙ্গে টুইট মমতার, কী লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী?
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: পুলিশি হেফাজতে থাকাকালীন গুলি।

    পুত্রের মৃত্যুর দিন কয়েকের মধ্যেই মৃত্যু হল গ্যাংস্টার আতিক আহমেদের। প্রয়াগরাজে মেডিক্যাল চেকআপের জন্য আনা হয়েছিল গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই  আশরাফ আহমেদকে। সেখানেই গুলি করে খুন করা হয় দুই ভাইকে। এই ঘটনায় উত্তপ্ত উত্তরপ্রদেশের রাজনীতি। প্রশ্ন উঠছে শাসক দল, পুলিশ সব পক্ষের ভূমিকা নিয়েই।

    এবার আতিক হত্যা প্রসঙ্গে নিজের বক্তব্য প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটারে তিনি লিখেছেন, 'উত্তরপ্রদেশের নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্যে আমি স্তম্ভিত।' সঙ্গেই তিনি লিখেছেন, যেভাবে পুলিশ এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতে অপরাধীরা নিজের হাতে আইন তুলে নিচ্ছে তা চূড়ান্ত লজ্জার। সাংবিধানিক গণতন্ত্রে এই ধরনের বেআইনি কাজের কোনও জায়গা নেই বলেও সামাজিক মাধ্যমে লিখেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। উল্লেখ্য শুধু তৃণমূল নয়, উত্তরপ্রদেশে পরপর দু-দু' টি এনকাউন্টারের ঘটনায় আঙুল উঠছে সে রাজ্যের শাসক দল অর্থাৎ গেরুয়া শিবিরের দিকে।
  • Link to this news (আজকাল)