• কাশ্মীরে সেনার ট্রাকে গ্রেনেড হামলা, মৃত্যু ৫ জওয়ানের
    প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৩
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার শিকার ভারতীয় সেনার গাড়ি। বৃহস্পতিবার কাশ্মীরের (Kashmir) পুঞ্চ (Poonch) সেক্টরে আচমকাই সেনার একটি ট্রাকে আগুন ধরে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের অনুমান, ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত উদ্ধারকাজ শুরু হয়েছে পুঞ্চে। ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা।

    জানা গিয়েছে, একটি ট্রাকে চেপে যাচ্ছিলেন একদল জওয়ান। ভট্ট দুরিয়ান ফরেস্টের কাছে এসে হঠাৎই আগুন ধরে যায় সেনার (Indian Army) ট্রাকে। চলন্ত অবস্থাতেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, কার্যত আগুনের গোলায় পরিণত হয়েছে সেনার ট্রাকটি। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে বলেও অনুমান।

    প্রাথমিক উদ্ধারকাজ শুরু হওয়ার পরে চার জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও সেনার ট্রাকে মোট কতজন ছিলেন তা জানা যায়নি। ফলে অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা কতখানি বাড়তে পারে, তা এখনও জানা যায়নি। তবে ঘটনার ভয়াবহতা দেখে অনুমান, মৃত্যু হতে পারে ট্রাকের সকল যাত্রীরই। এখনও উদ্ধারকাজ চলছে বলেই জানা গিয়েছে।

    সেনার ট্রাকে এহেন ভয়াবহভাবে আগুন লাগল কী করে? প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে বাজ পড়েই আগুন ধরে যায় সেনার ট্রাকে। যদিও সেনার তরফে নাশকতার কথা জানানো হয়েছে। সেনার বিবৃতিতে বলা হয়, ?প্রবল বৃষ্টির মধ্যে এলাকা কার্যত ঝাপসা হয়ে গিয়েছিল। সেই সুযোগেই সেনার ট্রাকে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সেই কারণেই আগুন ধরে যায় ট্রাকে। যদিও জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।? 
  • Link to this news (প্রতিদিন)