• Weather Update: ভোরে মেঘলা আকাশ-বৃষ্টি অল্প, বেলা বাড়তেই চড়ছে পারদ, স্বস্তি কবে?
    আজকাল | ২১ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: প্রবল দাবদাহে একেবারে নাজেহাল অবস্থা সকলের।

    ভ্যাপসা গরমে সকলের অপেক্ষা বৃষ্টির। স্বস্তির খবর শুনিয়ে হাওয়া অফিস জানিয়েছিল সপ্তাহের শেষ থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা। বলা হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার থেকেই নামতে পারে বৃষ্টি। রবি-সোম কলকাতায় বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছিল। 

     

    শুক্র সকালে বৃষ্টি হলেও, তা নেহাত কম। ছিঁটেফোঁটা বৃষ্টির রেশ মানুষ বুঝতে পারার আগেই শেষ। দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলা সহ কলকাতার কিছু এলাকায় বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়ছে পারদ। ফের জ্বালা ধরাচ্ছে তীব্র রোদ। একাধিক জেলায় আগের দিনগুলির মতোই তাপমাত্রা ৪০-এর আশেপাশেই। তবে হাওয়া অফিস সূত্রের খবর, দিনভর তাপপ্রবাহ থাকলেও বিকেলের দিকে বদলাবে আবহাওয়ার রূপ। শুক্র বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের জেলা গুলিতে বৃষ্টির সঙ্গেই দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। উত্তর বঙ্গের জেলা গুলিতে বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে। শুক্র-শনিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 
  • Link to this news (আজকাল)