• সাংসদ সৌগত রায়ের স্ত্রী প্রয়াত শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংসদ তথা তৃণমূল নেতা সৌগত রায়ের স্ত্রী ডলি রায় প্রয়াত। আজ, শুক্রবার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। ফুসফুসের সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন তিনি। লিভারের সমস্যাও দেখা দিয়েছিল। সৌগত রায়কে ফোন করে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক নেতা-মন্ত্রী হাসপাতালে গিয়েছেন। জানা গিয়েছে, ডলিদেবীর মরদেহ হাসপাতাল থেকে দক্ষিণাপণে নিয়ে যাওয়া হবে। সেখানে ডলি রায়ের একটি দোকান রয়েছে। কিছুক্ষণ মরদেহ সেখানে শায়িত থাকবে। তারপর সেখান থেকে লেক গার্ডেন্সের বাড়ি। পরে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। সৌগত রায়ের স্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ডলি রায়-এর আকস্মিক প্র‍য়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ডলি বৌদি, একজন সফল নারী ছিলেন। আপন কৃতিত্বে তিনি তাঁর কর্মক্ষেত্রের শীর্ষে আরোহণ করেছিলেন। সেই সঙ্গে তাঁর সামাজিক  শিষ্টাচার ও যোগাযোগ ছিল বিখ্যাত। সমাজের নানা স্তরে বন্ধুত্ব ও যোগাযোগ ছিল প্রবাদপ্রতিম। সৌগতদা আর ডলি বৌদির উপস্থিতিতে উজ্জ্বল হত বহু সভা। আমি সৌগতদা-সহ ডলিদির পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)