• এগরার বিস্ফোরণস্থলে শুভেন্দু, ‘‌ঈশ্বর বাংলাকে বাঁচান’‌, টুইট নন্দীগ্রাম বিধায়কের
    হিন্দুস্তান টাইমস | ১৭ মে ২০২৩
  • এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ঘটে মঙ্গলবার। তার জেরে ৯ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর আজ, বুধবার থমথমে গোটা এলাকা। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি’‌র টিম। আজ, বুধবার ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম। নমুনা সংগ্রহ করা হবে। তবে বুধবার আর্থিক সাহায্য করতে গ্রামে যাবেন মানস ভুঁইঞা, দোলা সেন–সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। আবার খাদিকুল যাওয়ার কথা শুভেন্দু অধিকারীরও। তিনি এই বিষয়ে একটি টুইটও করেছেন। নিজের যাওয়ার কথা উল্লেখ করে সরকারের সমালোচনাও করেছেন।

    এদিকে বুধবার এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার সিমলাপালে সভা করতে যাওয়ার সময় এগরা যাবেন তিনি। এমনই কথা ট্যুইটে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এমনকী তিনি এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টেও যাবেন বলে সূত্রের খবর। এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এনআইএ তদন্তেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন। শুধু প্রকৃত অপরাধী যেন ধরা পড়ে বলে তাঁর দাবি।

    অন্যদিকে এই বিস্ফোরণে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন। তাঁদের একটাই দাবি, অভিযুক্তের শাস্তি দিতে হবে। মঙ্গলবারই নবান্ন থেকে মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সেই অর্থ তুলে দিতে এগরার গ্রামে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের দোলা সেন, মানস ভুইঞা–সহ অন্যান্য নেতারা। আজই অকুস্থলে যাবেন শুভেন্দু অধিকারী–সহ বিজেপি নেতারা। আজ ঘটনাস্থলে গিয়ে সিআইডি অফিসার ও ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত শুরু করছেন।

    ঠিক কী লিখেছেন শুভেন্দু?‌ পুলিশ খোঁজ করতে শুরু করেছে কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে। মৃতদেহ লোপাটের অভিযোগ তুলে টুইটে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী লেখেন, ‘‌পূর্ব মেদিনীপুরের এগরার সাহারা এলাকায় আঞ্চলিক তোলা মূল পার্টির নেতা কৃষ্ণপদ বাগের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আমার কাছে তথ্য আছে মৃতের সংখ্যা অনেক বেশি। বেআইনিভাবে মমতা পুলিশ মৃতদেহ সরিয়ে দিয়েছে। দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রমাণ লোপাটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালের হস্তক্ষেপে এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছি। বারুদের স্তূপের ওপরে রয়েছে বাংলা। ঈশ্বর বাংলাকে বাঁচান।’‌

    এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4au
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)