• প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ
    বর্তমান | ২০ মে ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশে এই অন্তবর্তী স্থগিতাদেশ জারি হল। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ফের মামলা শুনানি হবে।

    তবে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মামলাকারীদের ২০২২ সালে করা এই আবেদন গ্রহণযোগ্য বলে জানিয়েছে আদালত। পাশাপাশি দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা তারা খতিয়ে দেখতে চায় বলে নির্দেশে স্পষ্ট করেছেডিভিশন বেঞ্চ। ফলে এই মামলার শুনানি চলবে। সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। এবং সিঙ্গেল বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কে সেই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কাজও একই সঙ্গে চালিয়ে যেতে হবে। তবে ৩২ হাজার শিক্ষকের চাকরি আপাতত বাতিল হচ্ছে না। তারা প্যারা টিচার হিসেবে গণ্য হচ্ছেন না। এমনটাও নির্দেশে স্পষ্ট করে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
  • Link to this news (বর্তমান)