• এগরা বিস্ফোরণ কাণ্ড হাসপাতালেই মৃত্যু মূল অভিযুক্ত ভানু বাগের
    বর্তমান | ২০ মে ২০২৩
  • ভুবনেশ্বর, ১৯ মে: এগরার বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হল। ওড়িশার কটক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ২টো নাগাদ তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার কে অমরনাথ। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। আহত হন কারখানার মালিক ভানু বাগও। গ্রেপ্তারি এড়াতে গুরুতর জখম অবস্থাতেই ওড়িশায় পালিয়ে যান তিনি। খবর পেয়ে সেখানে যায় পুলিস। তাঁকে গ্রেপ্তারও করা হয়। এরপর কটকের একটি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার উন্নতি হলে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন তদন্তকারীরা। কিন্তু তার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় ভানু বাগের মৃত্যু হল। তাঁর মৃত্যুতে তদন্ত কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।   
  • Link to this news (বর্তমান)