• প্রবল ভূমিকম্প, ভানুয়াতুতে সুনামি
    বর্তমান | ২০ মে ২০২৩
  • ওয়েলিংটন: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবল ভূমিকম্প। রিখটার স্কেল জানান দিল কম্পনের মাত্রা ৭.৭। তারপরই সুনামি আছড়ে পড়ে ওশিয়ানিয়া মহাদেশের ভানুয়াতু সাধারণতন্ত্রে। তবে, সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রবল আকার ধারণ না করায় এবং সঠিক সময়ে সুনামি সতর্কতা জারি হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। শুক্রবার ভানুয়াতু ও নিউ ক্যালেডোনিয়া উপকূলের মধ্যবর্তী এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, বন্দর শহর লেনাকেলে প্রায় দেড় ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউ গিনি, গুয়াম ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপেও এদিন সুনামি দেখা যায়। উপকূল থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)