• লভ্যাংশ বাবদ ৮৭ হাজার ৪১৬ কোটি টাকা কেন্দ্রকে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক গত বছরের ৩ গুণ
    বর্তমান | ২০ মে ২০২৩
  • মুম্বই (পিটিআই): ২০২২-২৩ অর্থবর্ষের ডিভিডেন্ড বা লভ্যাংশ বাবদ ৮৭ হাজার ৪১৬ কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে দেবে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। শুক্রবার আরবিআইয়ের সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টরসের ৬০২তম বৈঠকে এবিষয়ে অনুমোদন মিলেছে। শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের পৌরোহিত্যে এদিনের বৈঠক হয়। ২০২১-২২ অর্থবর্ষে সরকারকে ডিভিডেন্ড বাবদ ৩০ হাজার ৩০৭ কোটি টাকা দিয়েছিল আরবিআই। অর্থাৎ গতবারের থেকে এবার ডিভিডেন্ড হিসেবে প্রায় তিনগুণ বেশি টাকা সরকারের হাতে আসছে।

    আরবিআইয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ২০২২-২৩ সালে ৮৭ হাজার ৪১৬ কোটি টাকা সরকারকে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে বোর্ড। আপৎকালীন ঝুঁকি বা ‘কন্টিনজেন্সি রিস্ক বাফার’ হিসেবে লাভের ৬ শতাংশ অর্থ আরবিআইয়ের হাতে রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিনের বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি ও সেই সংক্রান্ত চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা হয়েছে। বিশ্বজুড়ে চলতি ভূ-রাজনৈতিক ঘটনাবলির প্রভাবও বিশ্লেষণ করা হয়েছে এদিন। ২০২২-২৩ সালে আরবিআইয়ের কাজকর্ম খতিয়ে 

    দেখে বার্ষিক রিপোর্টে অনুমোদন দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)