• জ্ঞানবাপী মসজিদের সেই কাঠামো কি শিবলিঙ্গ? বৈজ্ঞানিক সমীক্ষায় সুপ্রিম স্থগিতাদেশ
    বর্তমান | ২০ মে ২০২৩
  • নয়াদিল্লি (পিটিআই): বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ‘শিবলিঙ্গে’র মত কাঠামোর কার্বন ডেটিংয়ের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। শুক্রবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।ফলে, সংশ্লিষ্ট কাঠামোর বয়স নির্ধারণের জন্য বৈজ্ঞানিক সমীক্ষার প্রক্রিয়াটি আপাতত পিছিয়ে গেল। এলাহাবাদ হাইকোর্টের ১২ মে’র নির্দেশকে চ্যালেঞ্জ করেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল জ্ঞানবাপী মসজিদ পরিচালন কমিটি। সেই আবেদনের প্রেক্ষিতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিস দিল কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার এবং হিন্দু আবেদনকারীদের। বেঞ্চ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই, এক্ষেত্রে খুবসাবধানে ওসতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া উচিত। ফলে, পরবর্তী শুনানি পর্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংশ্লিষ্ট কাঠামোর কার্বন ডেটিংয়ের প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। 

    ১৪ অক্টোবর বারাণসীর জেলা আদালত জ্ঞানবাপী মসজিদে পাওয়া ‘শিবলিঙ্গে’র মত কাঠামোর কার্বন ডেটিং সহ বৈজ্ঞানিক সমীক্ষার আবেদন খারিজ করে। সেই রায় পুনর্বিবেচনার আবেদন করা হয় উচ্চ আদালতে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরবিন্দকুমার মিশ্র নিম্ন আদালতের রায়কে খারিজ করে সংশ্লিষ্ট কাঠামোর কার্বন ডেটিংয়ের নির্দেশ দেন। আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-কে জানায়, কাঠামোটির কোনও ক্ষতি না করে মসজিদ চত্বরে পাওয়া ‘শিবলিঙ্গে’র কার্বন ডেটিং করতে হবে। যদিও মসজিদ কর্তৃপক্ষ এই রায়ে খুশি হতে পারেনি। তাদের দাবি, সংশ্লিষ্ট কাঠামোটি ‘ওজু খানা’র একটি ঝর্ণার অংশ, যেখানে নামাজের আগে ‘ওজু’ করা হয়। এরপরই তারা সুপ্রিম কোর্টে আবেদন করে।কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকার উভয়ই  জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গে’র প্রস্তাবিত বৈজ্ঞানিক সমীক্ষা আপাততস্থগিতেরবিষয়ে সম্মত হয়েছে।
  • Link to this news (বর্তমান)