• বিষ্ণুপুরে কুপিয়ে, গুলি করে খুন, গ্রেপ্তার এক
    বর্তমান | ২০ মে ২০২৩
  • সংবাদদাতা, বারুইপুর: বাড়ির সামনে চায়ের দোকানে ক্যারাম খেলছিলেন এক যুবক। এমন সময় গুলি করে, কুপিয়ে তাঁকে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম আইজুদ্দিন মোল্লা (৪০)। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযোগ, দু’টি বাইকে করে তিনজন মুখ ঢাকা দুষ্কৃতী এসে প্রথমে বোমাবাজি করে। তাতে এলাকার লোকজন ভয়ে পালিয়ে যায়। তারপরেই তিন রাউন্ড গুলি চালিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আইজুদ্দিনকে খুন করে এলাকা থেকে চম্পট দেয় তারা। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৮টার নাগাদ, বিষ্ণুপুর থানার সামালি মোল্লাপাড়ায়। চায়ের দোকানের সামনেই আইজুদ্দিন লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে সামালি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    মৃতের এক আত্মীয় বলেন, আইজুদ্দিন মাটি কাটার কাজ করতেন। বেশ কিছুদিন আগে তার সঙ্গে ঝামেলা হয়েছিল অভিযুক্তদের। তার জেরেই এই খুন কি না, বোঝা যাচ্ছে না। এদিকে সূত্রের খবর, মৃত ব্যক্তি এলাকার কুখ্যাত দুষ্কৃতী পোড়া খোকনের ভাই। পোড়া খোকন বর্তমানে জেল হেফাজতে আছে। অভিযোগ পেয়ে পুলিস এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক। কী কারণে খুন, তা পুলিস তদন্ত করে দেখছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)