• কাশ্মীরকে ‘বিতর্কিত স্থান’ বলে জি-২০ বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত চীনের
    বর্তমান | ২০ মে ২০২৩
  • নয়াদিল্লি, ২০ মে: জি-২০ বৈঠক নিয়ে বিশেষ উদ্যোগী ভারত। সভাপতি হিসাবে এই বৈঠকের দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ জম্মু-কাশ্মীরে জি-২০ বৈঠকের আয়োজন করা। যাকে ঘিরে বেশ চর্চা হয়। আর সেই বৈঠকে হাজির থাকছে না চীন। ভারতের এই প্রতিবেশী দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এই বৈঠক রয়েছে, তাই তাঁরা তাতে অংশগ্রহণ করবে না। জম্মু-কাশ্মীরকে ‘বিতর্কিত স্থান’ বলে উল্লেখ করেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনলবিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘কোনও ‘বিতর্কিত স্থানে’ জি-২০ বৈঠকের আয়োজনের তীব্র বিরোধিতা করছে চীন। আমরা এই ধরনের কোনও বৈঠকে যোগ দেব না।’ জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ চিরদিনের। আর সেই বিরোধকে জিইয়ে রাখতে পিছন থেকে কলকাঠি নাড়ে চীন, এমনটাই ধারণা ওয়াকিবহল মহলের। তাই শ্রীনগরে জি-২০ সংক্রান্ত বৈঠক হওয়ায় ‘বন্ধু’ পাকিস্তানকে খুশি করতেই তাতে অংশগ্রহণ না করার কথা জানিয়ে দিয়েছে চীন। আগামী ২২ থেকে ২৪ মে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে বসতে চলেছে। তাতে চীন ছাড়াও থাকবে না তুরস্ক ও সৌদি আরবও। ভারত এবারের জি-২০ সম্মেলনের দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের ছোট-বড় সব শহরেই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে শ্রীনগরে বৈঠক রাখা হয়েছিল। যা বয়কট করায় আন্তর্জাতিক স্তরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া, ‘ভারত নিজেদের জমিতে যেখানে খুশি বৈঠক করতে পারে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সর্ম্পক বজায় রাখার জন্য সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি।’
  • Link to this news (বর্তমান)