• Mamata Banerjee: সাধারণ মানুষের সমস্যা সমাধানে "সরাসরি মুখ্যমন্ত্রী" কর্মসূচি চালু করলেন মমতা
    আজকাল | ২০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে একাধিক কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার।

    দুয়ারে সরকার, দিদির দূত, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি চলছে পুরোদমে। এর পাশাপাশি এদিন নয়া কর্মসূচি চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার বাঁকুড়ার পাত্রসায়রে ভারচুয়াল জনসভা থেকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন। মমতা বলেন, "একটা ফোন নম্বর দেব। আপনারা ফোন করে আমাকে সমস্যার কথা জানাবেন দিনের একটা নির্দিষ্ট সময়। আমি যতটা পারব সমাধানের চেষ্টা করব।"

    রাজ্য সরকারের অন্যান্য কর্মসূচিতে যে সমস্ত মানুষের সমস্যার সমাধান হচ্ছে না তাঁরা যোগাযোগ করতে পারবেন মুখ্যমন্ত্রীর দেওয়া নম্বরে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "সকাল ১০ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ফোন করে যার যা সমস্যা, জানাবেন। আমি চেষ্টা করব, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলে সমাধান করে দেওয়ার।" পঞ্চায়েত ভোটের আগে ব্যারিকেড টপকে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে দেখা গিয়েছে অভিষেককে। এবার সাধারণ মানুষের সমস্যা সমাধানে এই নয়া প্রকল্প কতটা সফল হয় এখন সেটাই দেখার।
  • Link to this news (আজকাল)