• একবার ধোনিকে দেখতে দিল্লিতে CSK-র বাসের পিছনে ছুট শয়ে-শয়ে ফ্যানের, ভাইরাল ভিডিয়ো
    হিন্দুস্তান টাইমস | ২০ মে ২০২৩
  • চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বাসের দু'পাশে থিকথিক করছে ভিড়। প্রায় সকলের হাতেই ক্যামেরা আর গায়ে সাত নম্বরের হলুদ জার্সি। কেউ কেউ কোনও উঁচু জায়গার উপর উঠে ছবি তোলার চেষ্টা করছেন। কেউ কেউ আবার রাস্তায় লাফাতে-লাফাতেই বাসের ভিতরের ছবি তোলার চেষ্টা করছেন। একটাই লক্ষ্য - একবারের জন্য হলেও যাতে মহেন্দ্র সিং ধোনিকে ক্যামেরাবন্দি করে রাখতে পারেন। শুধু তাই নয়, শেষপর্যন্ত হলুদ সমুদ্রের মধ্যে দিয়ে যখন বাস চলতে শুরু করে, তখন চেন্নাইয়ের টিমবাসের পিছনেও অনেককে ছুটতে দেখা গিয়েছে। যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    আপাতত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলছে চেন্নাই। এবার আইপিএলের ‘ঐতিহ্য’ অটুট রেখে দিল্লিতেও হলুদ ঢেউ আছড়ে পড়েছে। দিল্লি চার হজম করলে বা দিল্লির উইকেট পড়লে উচ্ছ্বাসে ফেটে পড়ছে অরুণ জেটলি স্টেডিয়াম। আর মাঠের পরিবেশ যে এরকম থাকবে, তা আজ সকাল থেকেই বোঝা যা্ছিল। 

    আর ধোনিরা যখন মাঠে আসছিলেন, তখন তো ভক্তদের উন্মাদনা যাবতীয় সীমা ছাপিয়ে যায়। অ্যাওয়ে টিম হলেও দিল্লিতে হলুদ সমুদ্র আছড়ে পড়ে। চেন্নাইয়ের টিমবাসকে ঘিরে ছবি তোলার চেষ্টা করেন শয়ে-শয়ে সমর্থক। যে ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ধোনির স্ত্রী সাক্ষী। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে।

    ওই ভিডিয়োটি বাসের মধ্যে থেকে তোলা হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রীতিমতো হলুদ সমুদ্রের মধ্যে দিয়ে কোনওক্রমে যাচ্ছে চেন্নাইয়ের টিমবাস। চেন্নাইয়ের টিমবাস ঘিরে ধরেন প্রচুর সমর্থক। অধিকাংশই একবার ধোনিকে দেখার চেষ্টা করতে থাকেন। যেহেতু সাধারণত টিমবাসের একেবারের শেষের দিকে বসেন চেন্নাই অধিনায়ক ধোনি, তাই অনেকেই বাসের পিছন দিকের কাছে চলে আসেন। ধোনিকে একবারের জন্য চোখের সামনে দেখার জন্য তাঁরা উন্মাদনায় ভেসে যান। কেউ কেউ উঁচু জায়গায় উঠে লাফিয়ে ছবি তোলার চেষ্টা করেন। কেউ কেউ আবার রাস্তায় লাফিয়ে ছবি তোলার চেষ্টা করতে থাকেন।

    তবে সেখানেই শেষ হয়নি। হলুদ জার্সির সমুদ্র কাটিয়ে যখন চেন্নাইয়ের টিমবাস বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সেই বাসের পিছনে ছুটতে থাকেন অনেকে। একটাই লক্ষ্য ছিল তাঁদের, ভারতের সবথেকে সফল অধিনায়কের একটা ছবি তোলা, একবার তাঁকে স্বচক্ষে দেখা। সেটায় কতজন সফল হয়েছেন, তা অবশ্য জানা নেই। তবে আবারও একটা জিনিস প্রমাণ হয়ে গেল - এটা ধোনির দুনিয়া, বাকি সবাই তো নিছক দর্শক।

    (IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

    (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)