• ইংল্যান্ডের কাছে সিরিজ় হেরে হতাশ বাবর কাকে দুষছেন ০৩ অক্টোবর ২০২২ ১৭:৫০
    আনন্দবাজার | ০৩ অক্টোবর ২০২২
  • ইংল্যান্ডের কাছে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় হারার পর ব্যর্থতা মেনে নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফল করতে হলে অনেক উন্নতি প্রয়োজন বলে জানিয়েছেন পাক অধিনায়ক। আবার প্রশংসা করেছেন জোরে বোলার হ্যারিস রউফের।

    ২-৩ ব্যবধানে পিছিয়ে থেকেও ৪-৩ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে ইংল্যান্ড। সাত ম্যাচের সিরিজ়ে পাকিস্তানকে ভুগিয়েছে ব্যাটিং। অধিনায়ক বাবর নিজেও এশিয়া কাপ থেকে সেরা ছন্দে নেই। দলের ব্যাটিংয়ের দুর্দশা দেখে ওয়াসিম আক্রমের মতো প্রাক্তনও প্রশ্ন তুলেছেন। সিরিজ় হারের পর বাবরও মেনে নিয়েছেন, ২০ ওভারের ক্রিকেট অনেক উন্নতি করতে হবে তাঁদের।

    পাক অধিনায়ক বলেছেন, ‘‘২০০ বা তার বেশি রান তাড়া করতে গিয়ে দ্রুত উইকেট হারালে কাজ কঠিন হয়ে যায়। পরের দিকের ব্যাটারদের উপর চাপ তৈরি হয়। ইংল্যান্ড সিরিজ়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের অনেক উন্নতি করতে হবে। ব্যাটিং ভাল হচ্ছে না। যদিও আমাদের বোলিং শক্তি যথেষ্ট ভাল। রউফ দারুণ বল করছে। প্রতি দিনই উন্নতি করছে।’’

    ইংল্যান্ড সিরিজ় সুষ্ঠু ভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাবর। তিনি বলেছেন, ‘‘গোটা পাকিস্তান এই সিরিজ়টার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে ছিল। ইংল্যান্ডকে অতিথি হিসাবে পেয়ে আমরা খুশি।’’

  • Link to this news (আনন্দবাজার)