• জেলের মণ্ডপেও যেতে পারছেন না পার্থ, নতুন শাড়ি পরে পুজোর আয়োজনে অর্পিতা
    হিন্দুস্তান টাইমস | ০৩ অক্টোবর ২০২২
  • গতবছরও পুজোর সময়ে নাকতলার মণ্ডপে ব্যস্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তখন তিনি রাজ্যের প্রভাবশালী মন্ত্রী। আর আজকে সেই পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে। জানা গিয়েছে, মহাষষ্ঠীতে জেলে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে জেল-কর্তৃপক্ষ তাঁর সেই আবেদন খারিজ করে দেয়। এদিকে সপ্তমীতেও হাজতে মন খারাপ করেই দিন কাটান পার্থ। জানা যায়, রাতে জলদি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

    প্রসঙ্গত, প্রেসিডেন্সি জেলের যে ওয়ার্ডে পার্থকে রাখা হয়েছে, তার পিছনেই ক্লাবঘরে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে। ষষ্ঠীতে সেখানে এসেই পুজো উদ্বোধন করে যান কারা কর্তারা। সেই অুষ্ঠানে থাকতে চেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। তবে সেই আর্জি মানা হয়নি। জানা গিয়েছে, পার্থর উপর ক্ষুব্ধ অন্যান্য বন্দিরা। তাঁকে দেখলেই নাকি অন্য বন্দিরা কটূক্তি করেন। এদিকে আদালতেরও নির্দেশ রয়েছে, পার্থকে তাঁর ওয়ার্ড থেকে বের করলে অন্য বন্দিদের লকআপে ভরতে হবে। এই আবহে পার্থকে পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেওয়া সম্ভব ছিল না। তবে কোনও এক সময়ে পার্থকে এক বার পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জেলের কর্তারা।

    এদিকে নিয়োগ মামলায় ধৃত পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় অবশ্য যতটা সম্ভব খোশ মেজাজে কাটাচ্ছেন পুজোর দিনগুলো। এক আইনজীবী এবং এক আত্মীয় চারটি নতুন শাড়ি এবং আরও কিছু পোশাক দিয়ে যান অর্পিতাকে। সেই শাড়ি পরে জেলের অন্যান্য বন্দিদের সঙ্গে পুজোর আয়োজন করতে দেখা গিয়েছে অর্পিতাকে। এদিকে সপ্তমীর সকালে জেলের পুজো মণ্ডপে ছিলেন দুর্নীতিকাণ্ডে ধৃত কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তবে তাঁরাও পার্থবাবুর সামনে কথা বলেন না বলে দাবি কারারক্ষীদের।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)