• Sealdah: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ দক্ষিণে ব্যাহত ট্রেন চলাচল
    আজকাল | ০৪ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল।

    ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। ঘণ্টাখানেক বন্ধ থাকে রেল চলাচল। যার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অফিস ফেরত যাত্রীদের। 

     

    শনিবার বিকেল ৫টা নাগাদ নরেন্দ্রপুর এবং সোনারপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ঘটে। সন্ধ্যা ৬টা ২৯ মিনিট নাগাদ ওভারহেড তার মেরামতির কাজ শেষ হয়। সেকারণে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। মেরামতির কাজের জন্য ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়। 

    ডাউন লাইনে কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও, আপ লাইনে তা স্বাভাবিক ছিল। সন্ধের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও, ট্রেনগুলিতে ব্যাপক ভিড় জমে। যার জেরে অনেকেই ট্রেন ধরতে পারেননি। 
  • Link to this news (আজকাল)