• WC Qualifiers 2023: ওমানকে ৭৪ রানে হারাল ডাচরা, ভারতীয় বংশোদ্ভূতদের অনন্য নজির
    হিন্দুস্তান টাইমস | ০৪ জুলাই ২০২৩
  • শুভব্রত মুখার্জি: জিম্বাবোয়েতে আইসিসি আয়োজিত বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং ওমান। হারারেতে নেদারল্যান্ডস বনাম ওমান ম্যাচে হয়ে গেল এক অনন্য নজির। এক ম্যাচে নবীন এবং প্রবীণ ক্রিকেটার হিসেবে দুটি অনন্য নজির গড়ে ফেললেন নেদারল্যান্ডস এবং ওমানের দুই ক্রিকেটার। ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে নেদারল্যান্ডস ৭৪ রানে হারিয়ে দিল ওমানকে। আর এই ম্যাচেই জিম্বাবোয়েতে এক ম্যাচে নবীনতম এবং প্রবীণতম ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার হিসেবে শতরান করার নজির গড়ল দুই ক্রিকেটার।

    নেদারল্যান্ডসের হয়ে নবীনতম শতরানকারী হিসেবে এ দিন নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভুত বিক্রমজিত সিং। মাত্র ২০ বছর ১৭৫ দিনে ভারতীয় বংশোদ্ভুত নবীনতম ক্রিকেটার হিসেবে জিম্বাবোয়ের মাটিতে শতরান করলেন বিক্রমজিত সিং। এ দিন ১১০ রান করেছেন তিনি। অন্যদিকে ওমানের হয়ে ভারতীয় বংশোদ্ভুত আয়ান খান প্রবীণতম ক্রিকেটার হিসেবে শতরান করার নজির গড়লেন। তিনি জিম্বাবোয়ের মাটিতে এই নজির গড়লেন ৩০ বছর ৩০৭ দিন বয়সে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এ দিন রান তাড়া করতে নেমে ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। যদিও দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি তিনি।

    আইসিসির ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে বেশ ভালো ফর্মে রয়েছে নেদারল্যান্ডস দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ঐতিহাসিক জয় পেয়েছিল তারা। আর এ দিনও ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭৪ রানে হারিয়ে দিল ওমানকে। এ দিন প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬২ রান করে। ওপেনার বিক্রমজিত সিং ১০৯ বলে ১১০ রান করেন। এ ছাড়াও ওয়েসলি ব্যারেসি করেন ৬৫ বলে ৯৭ রান। অপর ওপেনার ম্যাক্স ও'ডাউড করেছেন ৩৫ রান। এছাড়াও ব্যাস ডি লিড ৩৯ এবং শাকিব জুলফিকার ৩৩ রান করেন। ওমানের হয়ে বিলাল খান নেন তিনটি উইকেট। জবাবে ৪৪ ওভারে ৬ উইকেটে ২৪৬ রানেই আটকে যায় ওমান। ওপেনার কাশ্যপ প্রজাপতি ২৫, জতিন্দর সিং ১৭, শোয়েব খান ৪৬ রান করেন। ওমানের হয়ে সর্বোচ্চ রান করেন আয়ান খান। ৯২ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন আয়ান খান। নেদারল্যান্ডসের হয়ে আরিয়ান দত্ত ৩১ রানে তিন উইকেট শিকার করেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)