• পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণে সম্ভাবনা কম
    বর্তমান | ০৪ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ‌ইঙ্গিত নেই। এই পরিস্থিতিতে আগামী শনিবার পঞ্চায়েত ভোটের দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে উত্তরবঙ্গে বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে পঞ্চায়েত ভোটের দিনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বিশেষ সতর্কবার্তা জারি করে ৭ জুলাই শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও এই সময়ে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস  জানান, ওইসব এলাকায় শনিবারও বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে। আপাতত যা পরিস্থিতি তাতে শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী দিন দুয়েকের মধ্যে শনিবারের জন্য আরও নির্দিষ্ট পূর্বাভাস দেবে আবহাওয়া দপ্তর। 

    মৌসুমি বায়ু এখন দক্ষিণবঙ্গে সক্রিয় নয়। মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের উপর রয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। এর জেরে উত্তরবঙ্গের ৫ জেলায় প্রচুর বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মেঘ সঞ্চারের ভিত্তিতে মাঝে মাঝে কোথাও কম, কোথাও কিছুটা বেশি বৃষ্টিই হবে। কিন্তু বর্ষার বৃষ্টি বলতে যা বোঝায়, সেটা কিছুদিন অধরাই থাকবে দক্ষিণবঙ্গে। 
  • Link to this news (বর্তমান)