• CIA on Putin: কাঁটা দিয়ে কাঁটা তোলা! ভাড়াটে সেনার বিদ্রোহে পুতিন পতনের নীল নকশা ফাঁস
    এই সময় | ০৪ জুলাই ২০২৩
  • রাশিয়াকে ভাঙতে এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবে আমেরিকা! কাজে লাগানো হবে ভাড়াটে সেনা 'ওয়াগনার গ্রুপ'-র বিদ্রোহকে। এবার প্রকাশ্যেই একথা বলতে শোনা গেল মার্কিন গুপ্তচর সংস্থা CIA-র প্রধানকে। আর তাঁর এহেন মন্তব্যের পর ফের সুপার পাওয়ার দুই দেশের মধ্যে উত্তেজনা অনেকটাই বাড়ল বলেই মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

    গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজস্ব বাহিনী হিসেবে পরিচিত 'ওয়াগনার গ্রুপ' বিদ্রোহী হয়। ভাড়াটে সেনাদের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে রুশ শহর রোস্তভ দখল করেন তাঁরা।

    পরে অবশ্য সমঝোতায় রাজি হন ওয়াগনার প্রধান। প্রতিবেশী দেশ বেলারুশে চলে যান তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই ঘটনার কথা উল্লেখ করেন CIA-র অধিকর্তা উইলিয়াম বার্নস। সেখানেই রাশিয়ার ধ্বংস ও প্রেসিডেন্ট পুতিনের পতনের নীল নকশা তুলে ধরেন তিনি। বার্নসের কথায়, "রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে কতটা ক্ষোভ জমেছে, ওয়াগনার বিদ্রোহই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এর পর রাশিয়ায় গুপ্তচর নিয়োগ করতে আমাদের বেশি পরিশ্রম করতে হবে না।"

    মার্কিন সংবাদসংস্থা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওয়াগনার বিদ্রোহের পর রাশিয়াতে গুপ্তচর নিয়োগের কাজ শুরু করে দিয়েছে CIA। পুতিন বিরোধীদের সঙ্গে যোগাযোগ করতে ডার্ক ওয়েব ব্যবহার করছেন তাঁরা। পুতিনকে সরাতে আগামী এক বছরের মধ্যেই রুশ গৃহযুদ্ধের পরিকল্পনা করছে মার্কিন গুপ্তচর সংস্থা। প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।

    প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে CIA-র অধিকর্তা বলেন, "ইউক্রেন যুদ্ধের জেরে জনসমর্থন পুরোপুরি হারিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়াকে ক্ষয়ের দিকে ঠেলে দিয়েছেন তিনি। এবার তাঁর কফিনে শেষ পেরেক পড়তে চলেছে। ওয়াগনার বিদ্রোহে তারই ইঙ্গিত পেয়েছে গোটা বিশ্ব।" তবে এই বিদ্রোহের পিছনে আমেরিকার কোনও হাত নেই বলে দাবি করেছেন CIA-র অধিকর্তা।

    ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত মস্কোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন উইলিয়াম বার্নস। ফলে রুশ প্রেসিডেন্টকে হাতের তালুর মতোই চেনে বলে দাবি করেছেন তিনি। "পুতিনের পাশবিক মোহই তাঁর পতনের কারণ হবে। এই কারণেই দুর্নামের মুখে পড়তে হয়েছে রাশিয়াকে।" অনুষ্ঠানে বলেন মার্কিন গুপ্তচর সংস্থার প্রধান বার্নস।

    এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রাশিয়া কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছেন CIA ডিরেক্টর। তাঁর কথায়, "এই যুদ্ধে মস্কোর সামরিক দুর্বলতা নগ্ন চেহারাটা প্রকাশ্যে চলে এসেছে। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে অর্থনীতি।

    নিকট ভবিষ্যতে যার মূল্য চোকাতে হবে রাশিয়াকে।"
  • Link to this news (এই সময়)