• মঙ্গলের মিটিংয়ে স্তব্ধ হবে যান চলাচল? কোন পথে গাড়ির মসৃণ গতি, জেনে নিন
    এই সময় | ০৪ জুলাই ২০২৩
  • সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। চারিদিকে ব্যস্ততা তুঙ্গে। বাইরে বেরনোর জন্য ইতিমধ্যে সকলে প্রস্তুতি নিয়ে শুরু করেছেন। মঙ্গলে কেমন থাকবে শহরের ট্রাফিকের হালহকিকত? কোথায় কোথায় হবে যানযট বা কোন রাস্তায় গাড়ির গতি থাকবে শ্লথ? একনজরে দেখে নিন শহরের ট্রাফিক আপডেট।

    লালবাজারের ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, এদিন কলকাতা শহরের বড় ধরনের কোনও মিছিল বা মিটিং হওয়ার খবর নেই। কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কলেজ স্ট্রিটে একটি মিটিং রয়েছে। দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ নিজাম রেস্তঁরার কাছে হবে ওই মিটিং। সেখানে ৪০০ থেকে ৪৫০ জনের জমায়েতের সম্ভাবনা রয়েছে। সাময়িকভাবে আশেপাশে রাস্তায় ট্রাফিকের ধীর গতি হতে পারে বলে জানিয়ে ট্রাফিক কন্ট্রোল। এদিন সল্টলেকের ট্রাফিকও স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। সেখানেও কোনও বড় ধরনের মিছিল মিটিং বা জমায়েতের সম্ভাবনা নেই।

    অন্যদিকে এই মুহূর্তে শহরে বড় ধরনের কোনও দুর্ঘটনার খবর নেই। সেই কারণে গোটা শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ই এম বাইপাসের কিছু কিছু অংশে ট্রাফিকের গতি তুলামূলকভাবে শ্লথ। বাইপাসের উপর মেট্রোর কাজের চলার কারণে ট্রাফিকের এই ধীর গতি বলে জানা গিয়েছে।

    সোমবার মা উড়ালপুলে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে সেখানে কিছু যান চলাচলে সমস্যা হয়েছিল। মা উড়ালপুলে আজ যানচলাচল স্বাভাবিক বলেই জানা গিয়ছে। উল্লেখ্য, সম্প্রতি কেএমডিএ-র তরফে মা ফ্লাইওভার সংস্কারের কথা জানানো হয়। খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় দুমাস ধরে দেশের চতুর্থ দীর্ঘতম ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের কাজ চলবে। কাজ চলাকালীন ফ্লাইওভার সহ ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মা উড়ালপুলের কাজ শুরু হলে, বাইপাস দিয়ে চলাচলকারী যানবাহনগুলিতে যানযটের মধ্যে পড়তে হতে পারে।

    মঙ্গলবার কলকাতা ও শহরতলিতে বৃষ্টির পূর্বভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে এখনও সুকিয়া স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়িসহ কলকাতার বেশ কিছু অংশ জল জমে। এদিন বৃষ্টিপাতের কারণে জল জমলে সেই সব এলাকায় ট্রাফিকের গতি ধীর হতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন কী পরিমাণ বৃষ্টিপাত হয়, সেদিকে নজর থাকবে সকলের।
  • Link to this news (এই সময়)