• অষ্টমীর দুপুরে অঞ্জলি দিয়ে সুকান্তর প্রার্থনা ‘রাজ্যের দুর্গতি নাশ হোক’
    হিন্দুস্তান টাইমস | ০৪ অক্টোবর ২০২২
  • অষ্টমীর দুপুরে অঞ্জলি দিয়ে ‘রাজ্যের দুর্গতি নাশ হোক’ এই প্রার্থনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ দুপুরে অঞ্জলি দেওয়ার পর এমনটাই জানালেন বিজেপি নেতা। প্রার্থনা সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রতিবার যে প্রার্থনা করে থাকি এবারও তাই করেছি। বাংলার সব মানুষই ভালো থাকুন। রাজ্যের দুর্গতি নাশ হোক। এই প্রার্থনায় করেছি।’

    হিন্দু মহাসভার পুজো নিয়ে নিন্দা সুকান্তর, ‘BJP শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে’ কুণাল

    সাধারণত বছরের অন্যান্য সময় পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব বেশি পান না সুকান্ত মজুমদার। সারাবছর ধরে দলের বিভিন্ন কর্মসূচি থাকে। তবে পুজোর সময়টা তিনি বালুরঘাটে নিজের পরিবারের সঙ্গেই কাটান। প্রতিবছর বালুরঘাট শহরের খাদিমপুর মৈত্রী চক্র এলাকার ক্লাবে সপরিবারে তিনি অঞ্জলি দিয়ে থাকেন। এবারও তার অন্যথা হয়নি। এদিন সকালে অঞ্জলি দেওয়ার কথা ছিল সুকান্তর। কিন্তু, বৃষ্টির কারণে দুপুরে সপরিবারে অঞ্জলি দেন বিজেপির রাজ্য সভাপতি। অঞ্জলি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার এই কথা জানান। 

    এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের সমস্যার জট কাটারও প্রার্থনা করেন। তিনি বলেন, ‘সমস্যা যাতে আমরা দ্রুত সমাধান করতে পারি তার জন্য যেন মা আমাদের শক্তি দেন।’ এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে একাধিক জায়গা থেকে টাকা উদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক অবস্থা ধুঁকছে। অথচ কিছু ব্যবসায়ীর বাড়ি থেকে শুধুই টাকা উদ্ধার হচ্ছে। আজ পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি তৈরি হয়েছে, অরাজকতার জন্য।’

    অন্যদিকে, আর কয়েকটা দিন পরেই কলকাতা সহ সব জেলাতেই কার্নিভালের আয়োজন করা হবে। দক্ষিণ দিনাজপুরেও কার্নিভালের আয়োজন করা হবে। তবে সেই কার্নিভালে সুকান্ত মজুমদার যোগ দিবেন কিনা এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কার্নিভালের যাওয়ার জন্য আমাকে এখনও আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ করা হলে এ বিষয়ে ভাবনা-চিন্তা করব।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)