• China: চিনে আছড়ে পড়ল টাইফুন, সরিয়ে নেওয়া হল ২ লক্ষ ৩০ হাজার মানুষকে
    আজকাল | ১৮ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: শক্তিশালী টাইফুন ‘তালিম’ আঘাত হেনেছে চিনের উপকূলে।

    সোমবার সেখানের গুয়ানডং প্রদেশে টাইফুন আঘাত হানে।
    টাইফুনের কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর,  প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 
    ‘তালিম’ চলতি বছরে চিনে আঘাত হানা চতুর্থ টাইফুন। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল)।
    ঝড়ের কারণে উপকূলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। প্রবল বাতাস ও বৃষ্টির কারণে বহু সংখ্যক বিমান-ট্রেন বাতিল করা হয়েছে। ভিয়েতনামেও আঘাত হেনেছে টাইফুন ‘তালিম’। সেখানকা কুয়াং নিন এবং হাই ফং অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
    চিনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে। পরে বুধবার উত্তর ভিয়েতনামের ওপর দুর্বল হয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রের খবর, গুয়াংডং থেকে যাঁদের সরিয়ে নেওয়া হয়েছে তাঁদের মধ্যে আট হাজারেরও বেশি মৎসজীবী রয়েছন। তাদের উপকূলে নিয়ে আসা হয়েছে।
  • Link to this news (আজকাল)