• জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় যৌথ বাহিনীর হাতে নিকেশ দুই জঙ্গি
    বর্তমান | ১৯ জুলাই ২০২৩
  • শ্রীনগর, ১৯ জুলাই: উপত্যকায় ফের অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। নিকেশ করা হল দুই জঙ্গিকে। গত কয়েকদিন ধরেই উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযান চলছে। তাতে সফলও হচ্ছে ভারতীয় সেনা। এর মাঝেই আজ, বুধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার মচ্ছল সেক্টরে এলওসি দিয়ে দুই জঙ্গির অনুপ্রবেশের চেষ্টার খবর পায় বিএসএফ। সেই খবরের ভিত্তিতেই বিএসএফ, জম্মু ও কাশ্মীর পুলিস ও ভারতীয় সেনা যৌথ অভিযান চালায়। মচ্ছল সেক্টরেই ওই দুই জঙ্গিকে চিহ্নিত করে নিকেশ করা হয়, বলে জানানো হয়েছে সেনার তরফে। তাদের কাছ থেকে, চারটি একে রাইফেল, ৬ টি হ্যান্ড গ্রেনেড পাওয়া গিয়েছে। ওই জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। অপরদিকে, আজ, বুধবার সকালেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে দু'জন শ্রমিককে লক্ষ্য করে গুলি করে একদল জঙ্গি। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই দুই শ্রমিককে। তাঁদের চিকিৎসা চলছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস ও নিরাপত্তা বাহিনী।
  • Link to this news (বর্তমান)