• New Zealand: মহিলা বিশ্বকাপ শুরুর আগে নিউ জিল্যান্ডে বন্দুকবাজের হামলা, মৃত ২
    আজকাল | ২০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ফিফা মহিলা বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিউজিল্যান্ডে বন্দুকবাজের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

    এ ঘটনায় পুলিশ কর্মকর্তা-সহ আহত হয়েছেন আরও ছয়জন। এছাড়া পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২০ জুলাই) অকল্যান্ড শহরের কেন্দ্রস্থলে এই হামলার ঘটনা ঘটে।

    দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এ হামলাকে সন্ত্রাসবাদের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেননি। তিনি বলেছেন, বিশ্বকাপ পরিকল্পনামাফিক চলবে। ক্রিস হিপকিন্স আরও জানিয়েছেন, পুলিশ হুমকি নিরসন করেছে এবং কুইন স্ট্রিটে আর কোনও ঝুঁকি নেই।

    তিনি আরও বলেন, এ হামলায় কোনও রাজনৈতিক বা মতাদর্শিক উদ্দেশ্য নেই। হামলাকারীর কাছে শর্টগান ছিল বলে উল্লেখ করেছেন তিনি।দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারী অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে গুলি চালায়। গুলির শব্দ শুনে পুলিশ ওই বন্দুকবাজকে অনুসরণ করে। তখনও ওই বন্দুকবাজ শটগান দিয়ে গুলি চালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়।

    অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন জানিয়েছেন, ফিফার সকল সদস্য এবং ফুটবল দল নিরাপদে আছে। 
  • Link to this news (আজকাল)