• Parliament: বাদল অধিবেশনের প্রথম দিনেই উত্তাল সংসদ
    আজকাল | ২০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন।

    বিরোধীরা অধিবেশনে মণিপুর নিয়ে সুর চড়াবে, সেকথা স্পষ্ট ছিল আগে থেকেই। তার মাঝেই প্রকাশ্যে এসেছে মণিপুরের একটি নারকীয় ভিডিও। যেখানে দেখা গিয়েছে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটাচ্ছে জনতা। গোটা দেশ ফুঁসছে ক্ষোভে। তীব্র প্রতিক্রিয়া দেশের শীর্ষ আদালতের। প্রধানমন্ত্রীও ঘটনাকে লজ্জাজনক বলেছেন।

    সংসদের প্রথম দিনেই মণিপুর সহ একাধিক ইস্যুতে উত্তাল কক্ষ। রাজ্য সভার কক্ষে সুর চড়ান ডেরেক ও' ব্রায়েন। দুই কক্ষের সংসদ প্রথম দিনেই মুলতুবি হয়। দুপুর ২ট পর্যন্ত মুলতুবি ঘোষণা হয় সংসদের আলোচনার। উল্লেখ্য, এই অধিবেশনে তথ্য সুরক্ষা বিল, জন বিশ্বাস বিল, জন্ম ওমৃত্যু নথিভুক্ত করা সহ ১৭টি সভায় ৩১টি বিল আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। 
  • Link to this news (আজকাল)