• Narendra Modi: মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের জন্য লজ্জাজনক, মুখ খুললেন মোদি
    আজকাল | ২০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের জন্য লজ্জাজনক।

    মুখ খুললেন মোদি। গত দু' মাস ধরে জ্বলছে মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে দফায় দফায় অশান্তি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে যাওয়ার পরেও শান্ত হয়নি পরিস্থিতি। বিরোধীরা বারবার মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। অন্যদিকে বাদল অধিবেশন শুরুর আগেই কেন্দ্র জানিয়েছিল মণিপুর নিয়ে কথা বলতে রাজি তারা। এই পরিস্থিতিতে আজ বাদল অধিবেশনের শুরুর আগের বার্তায় মোদির মুখে মণিপুরের কথা। অতি সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভয়াবহ ঘটনার ভিডিও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মণিপুরের রাস্তায় নগ্ন করে হাঁটানো হচ্ছে দুই মহিলাকে। অভিযোগ, এই ঘটনা ৪মের। সেদিন দুই মহিলাকে প্রকাশ্যে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম জানিয়েছে, ওইদিন ২ মহিলাকে গণধর্ষণ করা হয়। 

    এই প্রসঙ্গে ইতিমধ্যে সরব গোটা দেশ। প্রধানমন্ত্রী আজ বলেন, মণিপুরের যে ঘটনা সামনে এসেছে, যে কোনও সভ্য সমাজের জন্য তা লজ্জাজনক। যারা এই কাজ করেছে, তাদের জন্য গোটা দেশের লজ্জা। ১৪০ কোটি মানুষের লজ্জা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, 'আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবেদন করছি, নিজেদের রাজ্যে আইনব্যবস্থা আরও মজবুত করুন। বিশেষ করে আমাদের মা-বোনেদের রক্ষার জন্য। কঠিন পদক্ষেপ গ্রহণ করুন। রাজনীতি, বাদ বিবাদের উপরে উঠে, যে কোনও রাজ্যে আগে নারীর সম্মান রক্ষা হোক। কোনও অপরাধীকে ছাড় নয়। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য।' 
  • Link to this news (আজকাল)