• গলায় একুশের গান, চায়ের ভাঁড়ে চুমুক, ধর্মতলায় প্রস্তুতি দেখতে হাজির মমতা
    এই সময় | ২০ জুলাই ২০২৩
  • রাত পোহালেই একুশ । শহিদ সমাবেশের প্রাক্কালে ধর্মতলায় প্রস্তুতি দেখতে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে মঞ্চের পাশে চেয়ার পেতে বসলেন বাকি তৃণমূল শীর্ষ নেতা, মন্ত্রী, বিধায়কদের সঙ্গে। দলের নেতাদের থেকে খোঁজ খবর নিলেন ব্যবস্থাপনার। মাটির চায়ের ভাঁড়ে চায়ে চুমুক দিতে দিতে চলল খোশ গল্প। ডেকে নেন যুবা সদস্যদের। শুরু হয় সুন্দর গানের আড্ডা।

    এদিন তৃণমূল সু্প্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ কুমার, শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তনু সেন, উদয়ন গুহ, অপরূপা পোদ্দার, সায়নী ঘোষ, শ্রেয়া পাণ্ডে সহ তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রীরা। গান-আড্ডার মাঝে প্রয়োজনীয় আলোচনা সেরে নিতে দেখা যায় নেত্রীকে। আবার কখনও তরুণ যুবার গানের ভুল লিরিক্স সঙ্গে সঙ্গে ডেকে ধরিয়ে দিতে দেখা যায় তাঁকে।

    রাত পোহালেই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ। প্রতিবারের মতো এবারেও শহিদ দিবসের আগের বিকেলে ধর্মতলায় প্রস্তুতি দেখতে হাজির হন তৃণমূল সুপ্রিমো। শহিদ দিবস উপলক্ষে শহরে বাড়তি সর্তকতা। এবারে মূল মঞ্চের প্রথম ভাগের দৈর্ঘ্য ৫২ ফুট, উচ্চতা ১০ ফুট ও প্রস্থ ২৮ ফুট। এই প্রথম ভাগেই থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথম সারির নেতারা।

    আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন...
  • Link to this news (এই সময়)