• আপ সাংসদের পাশে থাকার বার্তা সোনিয়ার
    বর্তমান | ২৭ জুলাই ২০২৩
  • নয়াদিল্লি: রাজ্যসভায় মণিপুর নিয়ে বিক্ষোভ দেখানোয় সাসপেন্ড করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিংকে। বুধবার তাঁর পাশে থাকার বার্তা দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, ‘আপনার পাশে রয়েছি।’ এদিন সংসদের বাইরে মুখোমুখি হন দু’জন। এদিকে, সোনিয়ার এই মন্তব্য তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, কেন্দ্রের নয়া অর্ডিন্যান্স থেকে শুরু করে একাধিক ইস্যুতে কংগ্রেস-আপ সংঘাত প্রকাশ্যে চলে এসেছে। কিন্তু, আগামী লোকসভা ভোটে বিজেপিকে কেন্দ্র থেকে হটাতে বিরোধীরা ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে। সেই জোটের স্বার্থে বৈরিতা ভুলে এগতে চাইছে সবপক্ষই। তারই অংশ হিসেবে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর এই পদক্ষেপ। সঞ্জয়ের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি পাশে থাকারও বার্তা দেন সোনিয়া। বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

    এদিন সোনিয়ার সঙ্গে আলাপচারিতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আপ সাংসদ। লিখেছেন, মণিপুর হিংসা নিয়ে ‘টিম ইন্ডিয়া’ (বিরোধী জোট) আন্দোলন করছে। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী এসে দেখা করলেন। বললেন, আমি আপনার পাশে রয়েছি। উল্লেখ্য, রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়ার পর সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এই আপ সাংসদ। 
  • Link to this news (বর্তমান)